কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

পশ্চিমবঙ্গে মহানগরীর বুকে বড় সুখবর, গণপরিবহণ হিসেবে ব্যাপক চাহিদা বাসের। তবে মাঝেমধ্যেই বাস পরিষেবা নিয়ে সাধারণ মানুষের মুখে একাধিক অভিযোগও শোনা যায়। এবার হয়তো এসব অভিযোগের অবসান ঘটতে পারে। বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সম্প্রতি পরিবহণ দফতরের রিভিউ বৈঠকে বসেছিলেন তিনি। সেখানে সরকারি বাসের কম সংখ্যা নিয়ে উষ্মা প্রকাশ করেন। একইসঙ্গে মোটা টাকার বেতন দেওয়া সত্ত্বেও কেন পর্যাপ্ত পরিষেবা মিলছে না, সেটাও জানতে চান তিনি। যদি প্রয়োজন পড়ে, তাহলে তিন শিফটের পরিবর্তে চার শিফটে কাজ করানো হোক বলে প্রস্তাব দেন মুখ্যমন্ত্রী।

সেই সঙ্গেই ঘন ঘন সরকারি বাস নামানোর নির্দেশ দেন। জানা যাচ্ছে, এদেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে মামলা চলার কারণে প্রায় ১১৮০টি বাস আটকে রয়েছে। পরিবহণ দফতরের তরফ থেকে মমতাকে এই বিষয়ে জানানো হয়েছে। আটকে থাকা প্রত্যেকটি বাসই বৈদ্যুতিক বাস।