রাজ্যের আলু-পেঁয়াজের চাহিদা মেটানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দিন দিন হুড়মুড়িয়ে বাড়ছে আলু-পেঁয়াজের দাম। এবার বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে আলু-পেঁয়াজ নিয়ে রীতিমতো দালালরাজ চলছে।

সরকারকে না জানিয়েই সীমান্ত এলাকা দিয়ে আলু বাইরের রাজ্যে চলে যাচ্ছে। আলু-পেঁয়াজের দামে রাশ টানতে মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, রাজ্য আগে নিজের প্রয়োজন মেটাবে তারপর রপ্তানির চিন্তা। বাংলার আলু বাইরে চলে যাচ্ছে অথচ রাজ্য কিছুই জানতে পারছে না বলেও ক্ষোভ প্রকাশ করেন মমতা।

সীমান্ত পেরিয়ে কীভাবে রাজ্যকে না জানিয়ে এখানকার আলু বাইরে চলে যাচ্ছে সেই বিষয় এবার রাজ্য দেখবে বলে জানান তিনি। এই বিষয়ে রাজ্যের কৃষি বিপনন মন্ত্রী বেচারাম মান্নাকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।