তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, পড়ুয়াদের ট্যাব বা মোবাইল কেনার ১০০০০ টাকা সহ আরও একাধিক প্রকল্পের টাকা আসল প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে না এসে চলে যাচ্ছে সাইবার প্রতারকদের অ্যাকাউন্টে।
একের পর এক এমন ঘটনা ঘটছে বেশ কয়েকদিন ধরে। এই ঘটনা সামনে আসতেই এবার বড় নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, সরকারি পোর্টালে ঢুকে আসল প্রাপকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরের বদলে অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর ঢুকিয়ে দিচ্ছে প্রতারকরা।
ফলে সরকারি প্রকল্পের টাকা চলে যাচ্ছে অন্য অ্যাকাউন্টে। এবার তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। কড়া নির্দেশ দিয়ে এই ধরণের সমস্যা যাতে দ্রুত সমাধান হয় তা দেখার কথা বলেছেন মমতা। প্রতারণায় ঘটনায় কয়েকটি জেলা থেকে আসা অভিযোগের ভিত্তিতে তদন্তভার দেওয়া হচ্ছে সিআইডি-র হাতে।