সম্প্রতি উঠেছিল একাদিক অভিযোগ, সেই অভিযোগের ওপর ভিত্তি করেই গ্রেফতার করা হয় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। এরপর বেশ কিছুটানাপোড়েন-এর মধ্যেই নয়া ঘোষণা। জেল থেকে বেরিয়েই বিরাট ঘোষণা করলেন তিনি।
দিল্লির মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিচ্ছেন আপ সুপ্রিমো। কেজরিওয়াল জানান, আগামী দু’দিনের মধ্যে দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন। আম আদমি পার্টি অন্য কোনও নেতা বা নেত্রীর হাতে এই দায়িত্ব তুলে দেওয়া হবে। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছিলেন আপ নেতা।
দু’দিন আগেই তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। জেল থেকে বেরিয়েই কেজরিওয়াল এদিন বলেন, আগামী দু’দিনের মধ্যেই ইস্তফা দেবেন। জনতার রায়ে যদি ফের নির্বাচিত হন, তাহলে আবার ফিরবেন বলে জানান তিনি। কয়েক মাস পরেই দিল্লিতে ভোট রয়েছে।