কার্শিয়াংয়ে মকাইবাড়ি চা বাগান পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

ভাইপোর বিয়ে উপলক্ষ্যে কার্শিয়াংয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে কিছু প্রশাসনিক কর্মসূচিও রয়েছে। বৃহষ্পতিবার সকালে কার্শিয়াংয়ের কমিউনিটি হলে সেই হাই প্রোফাইল বিয়ে সম্পন্ন হয়েছে। শেষ হয়েছে সিঁদুরদান পর্ব।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিয়ে হচ্ছে কার্শিয়াংয়ের মেয়ে দীক্ষা ছেত্রীর। আর এই হাই প্রোফাইল বিয়ে উপলক্ষ্যেই সেজে উঠেছে পাহাড়। মুখ্যমন্ত্রী ছাড়াও কার্শিয়াংয়ে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তবে মুখ্যমন্ত্রী বিয়ের দিন পাহাড়ে থাকলেও সাধারণত পাহাড় সফরে তিনি যা করেন সেই রুটিনে কোনও ছেদ পড়েনি। সকালে পাঙ্খাবাড়ি রোডে হেঁটেছেন। এরপর চলে যান মকাইবাড়ি চা বাগানে। সেখানে চা শ্রমিকদের প্রথাগত পোশাকে সজ্জিত হয়ে চা পাতা তুলতে দেখা যায় তাঁকে। তবে এদিন তাঁর আর কোনও কর্মসূচি নেই বলেই জানা গিয়েছে। তবে নবদম্পতিকে আশীর্বাদ করার কথা রয়েছে তাঁর। আগামীকাল কার্শিয়াংয়ের মন্টিভিট গ্রাউন্ডে জিটিএ এলাকার জন্য পরিষেবা প্রদান কর্মসূচিতে যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর।