এই মুহূর্তে শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলা ও গরুপাচার কাণ্ডের মামলায় জর্জরিত রাজ্যে৷ শিক্ষক নিয়োগ দুর্নীতি এবং গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন যথাক্রমে পার্থ চট্টোপাধ্যায় ও অনুব্রত মণ্ডল।
এই গ্রেফতারির পর পার্থর সরকারি এবং দলীয় দুই পদ চলে গিয়েছে। ওদিকে অনুব্রতর গ্রেফতারির বিরুদ্ধে আগেই মুখ খুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আজ তৃণমূল ছাত্র পরিষদের ২৪ তম প্রতিষ্ঠা দিবসে ধর্মতলার মেয়ো রোডে সভা থেকে একে একে ধৃতদের নাম নিয়ে বিজেপিকে নিশানা করলেন তিনি।
এদিন সভা থেকে মমতা কটাক্ষ করে বলেন, পার্থ, ববি, অরূপ, অভিষেক, মমতা বন্দ্যোপাধ্যায় সবাই চোর আর বিজেপি কি সাধু পুরুষ? এই নিয়ে জীবন চলবে না। পাশাপাশি তাঁর এও বক্তব্য, পার্থ-কেষ্ট চোর কি না, তা আইন বলবে।
এদিকে তিনি এও জানান, তাঁর নামেও নাকি মামলা করা হয়েছে সম্পত্তি ইস্যুতে। সেই প্রেক্ষিতে মমতা বলেন, ১২ বছর ধরে ১ লক্ষ টাকা করে পেনশন পেতেন সাংসদ হিসেবে, তা তিনি নেননি। বাকি সব প্রমাণ তো দেওয়াই আছে। মুখ্যমন্ত্রী হিসেবেও তিনি কোনও টাকা নেননি এবং বাইরে গেলে তিনি চাও নিজের টাকা দিয়ে খান বলে জানিয়েছেন।
বিজেপি নাম না করে নিশানা করে তিনি আরও বলেন, তাঁর বই বিক্রি হলেও জ্বালা, কেন বিক্রি হবে সেই প্রশ্ন তোলা হয়। শুভা দা (শুভাপ্রসন্ন) ছবি আঁকলেও জ্বালা। মমতা দাবি করেন, বইমেলায় গিয়ে সমীক্ষা করলে জানা যাবে কার বই ‘বেস্টসেলার’। তাঁর বই পড়ে অনেক তথ্য মেলে, মানুষের প্রয়োজন, তাই বিক্রি হয়। জানান তৃণমূল সুপ্রিমো।