বাইপাস সার্জারির পরই বুকে ব্যথা কালীঘাটের কাকুর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গতকাল মঙ্গলবারই বাইপাস সার্জারির পর হাসপাতাল থেকে প্রেসিডেন্সি জেলে ফেরেন নিয়োগ দুর্নীতিতে ধৃত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু।

তবে ফিরতে না ফিরতেই, প্রেসিডেন্সি জেলে ফেরার ঘণ্টা খানেকের মধ্যেই ফের বুকে ‘ব্যথা’ হচ্ছে বলে অভিযোগ করেন কাকু। এরপরই তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে সোমবার সকাল মঙ্গলবার ভোর পর্যন্ত সুজয়কৃষ্ণ ভদ্রের ‘লিপস অ্যান্ড বাউন্ডসের’ অফিসে তল্লাশি চালায় ইডির আধিকারিকরা।

ঘন্টার পর ঘন্টা তল্লাশিতে ১ হাজার পাতার নথি, বেশ কয়েকটি লেজার বুক, ডিজিটাল নথি ও হার্ড ডিস্ক উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তল্লাশিতে ৩-৪ টি সন্দেহজনক লেনদেনের বিষয়ে হদিস মিলেছে। এই সংস্থারই চিফ অপারেটিং অফিসার বা COO ছিলেন সুজয়কৃষ্ণ।