ধীরে ধীরে বদল হচ্ছে আবহাওয়া৷ বৃষ্টি প্রায় বিদায় নিয়েছে৷ কখনও বেশ শীত শীত ভাব৷ কখনও আবার গরম লাগছে৷ আপাতত শীতের অপেক্ষায় প্রহর গুণছে বঙ্গবাসী৷ ভোর হলেই কুয়াশায় ঢাকা পড়ছে শহর৷ পশ্চিমী ঝঞ্ঝা সরতেই পারদ পতন বঙ্গে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে তাপমাত্রা নেমেছে৷ কলকাতায় তাপমাত্রা কমেছে আরও ১ ডিগ্রি৷ জাঁকিয়ে শীত না পড়লেও, বাংলা জুড়ে বেশ শীত শীত আমেজ৷
সোমবার এবং মঙ্গলবার রাতের তাপমাত্রা আরও কিছুটা কমবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় যে ভাবে তাপমাত্রার হেরফের ঘটছে, তাতে জাঁকিয়ে শীত পড়তে আর বেশি দেরি নেই। আগামী ২-৩দিনের মধ্যেই তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস৷
হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯.৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার আরও ১ ডিগ্রি পারদ পতন ঘটেছে। কলকাতার পাশাপাশি তাপমাত্রা কমেছে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও। তবে বুধবার থেকে ৩ দিন তাপমাত্রার বিশেষ বদল ঘটবে না৷ দক্ষিণবঙ্গ ও পশ্চিমের জেলাগুলিতেও আগামী কয়েক দিনে শীতের দাপট বাড়বে৷