চর্চা চলছিল বেশ কিছুদিন ধরেই, অবশেষে সত্যি হতে চলেছে। প্রায় ১১ বছর পর বদল আনা হয়েছে উচ্চমাধ্যমিকের সিলেবাসে। সর্বভারতীয় বোর্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে তৈরি করা হয়েছে নতুন সিলেবাস। কেবল উচ্চমাধ্যমিকের সিলেবাসে নয়, পাশাপাশি আমূল পরিবর্তন আসছে পরীক্ষার পদ্ধতিতেও।
নতুন শিক্ষানীতি অনুযায়ী উচ্চমাধ্যমিকে সেমিস্টার সিস্টেম চালু হচ্ছে। এবার থেকে বছরে দুবার পরীক্ষায় বসতে হবে পড়ুয়াদের। ছ মাস অন্তর হবে পরীক্ষা। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই চালু হয়ে যাবে এই নতুন নিয়ম। ওদিকে সিলেবাস বদলে যাওয়ায় স্বাভাবিকভাবেই সমস্ত পাঠ্য বইও বদলে ফেলা হচ্ছে।
যা নিয়ে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে চিন্তা শুরু হয়েছে। ইতিমধ্যেই সমস্ত বই প্রকাশকরা নতুন সিলেবাস অনুযায়ী বই তৈরীর কাজ শুরু করে দিয়েছে। আগামী ২২ এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে বইয়ের খসড়া জমা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে।