ফেসবুকের নামে আসছে বদল

সোশ্যাল নেটওয়ার্ক সাইটের সবচেয়ে প্রথম অ্যাপ হল ফেসবুক৷ ফেসবুক নামে শুধুমাত্র একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম নিয়েই যাত্রা শুরু করেছিল সংস্থা৷ তবে বর্তমানে এই সংস্থার অধীনে রয়েছে একাধিক প্ল্যাটফর্ম। সে জন্যই সম্ভবত নতুন নামে চিন্তাভাবনা করছে ফেসবুক। এবার বদলে যেতে পারে এই সোশ্যাল নেটওয়ার্ক সাইট ফেসবুকের নাম৷ সম্ভবত আগামী সপ্তাহেই সংস্থার বার্ষিক সভাতে নতুন নাম ঘোষণা করবেন ফেলবুক কর্তা মার্ক জুকারবার্গ৷ যদিও এই গুঞ্জনে এখনও সিলমোহর দেয়নি মার্ক জুকারবার্গের সংস্থা৷ 

সোশ্যাল মিডিয়া হিসাবে উত্থান হলেও বর্তমানে ফেসবুকের কার্যকারিতা আর সেই গন্ডির ভিতরে সীমাবদ্ধ নেই৷ বিভিন্ন ধরনের পরিষেবার দিকে এগিয়ে চলেছে সোশ্যাল মিডিয়া জায়েন্ট৷ আগামী সপ্তাহের ২৮ তারিখ সংস্থার বার্ষিক সম্মেলন রয়েছে৷ মার্কিন সংবাদমাধ্যম দ্য ভার্জ-এর রিপোর্ট অনুযায়ী,  ওই বৈঠকেই নতুন নাম নিয়ে  আলোচনা করবেন ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ।  সংস্থার নাম বদলালেও সম্ভবত ফেসবুক অ্যাপের নাম বদল করা হবে না। বলে রাখা ভালো ফেসবুক ছাড়াও হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামের মালিকানা রয়েছে ফেসবুকের হাতেই৷  

নিজেদের আরও বিকশিত করতে রে ব্যানের মতো সংস্থার সঙ্গে হাত মিলিয়ে এআর গ্লাস তৈরি করতে চাইছে ফেসবুক। জুকারবার্গ মনে করেন, এই মুহূর্তে এই চশমা অত্যন্ত ব্যয়সাপেক্ষ৷ সাধারণের নাগালের বাইরে৷ তবে ঠিকমতো পদক্ষেপ করলে খুব কম সময়ের মধ্যেই স্মার্টফোনের মতো এটিও সকলের হাতে হাতে ঘুরবে৷ 

Leave a Reply