বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে গরম, আগমন হচ্ছে শীতের। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। তবে এবার একটি বড় খবর সামনে এসেছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, IMD এবার সমগ্র দেশে উষ্ণ শীতের পূর্বাভাস দিয়েছে। এটাও জানিয়েছে যে, সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। মূলত, এটি ভারত সহ সারা বিশ্বে বিগত মাসগুলিতে অনুভূত তাপের সাথে সামঞ্জস্যপূর্ণ।
শুধু তাই নয়, এই বছর, ফেব্রুয়ারি, অগাস্ট এবং নভেম্বর মাস ১৯০১ সালের পর ভারতে সবচেয়ে উষ্ণ মাস হিসেবে বিবেচিত হয়েছে। এর পাশাপাশি, ২০২৩ সালটি পৃথিবীর সর্বকালের উষ্ণতম বছরে পরিণত হওয়ার পথে রয়েছে।