আবার ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত মিললো৷ রাজ্য জুড়ে আবার অতিভারী বৃষ্টির আবহাওয়া৷ বিগত দুদিন ধরে মেঘলাই ছিল রাজ্যের আবহাওয়া দু এক ফসলা বৃষ্টিও হয়েছে বেশ কয়েক জায়গায়৷ এরই মাঝে গত রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি৷ আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও৷ তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলছে না এখনই৷ বরং তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়ার দাপটও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে আবহাওয়ার এই ছবিটা কলকাতার ক্ষেত্রে স্থায়ী হবে না৷ সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে৷ সঙ্গে কয়েক জায়গায় ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ তারই জেরে জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে৷
Related Posts
Anis demise fights push focal Kolkata to its knees for 3 hours
The metropolis erupted in regularly occurring protests on Tuesday as Left-backed college students and Aliah University college students on the Park Circus campus protested towards the demise of Anis Khan. Central Kolkata came to a standstill with the blockade leaving…
বেড়ে গেলো দুধের দাম
প্রতিনিয়ত জিনিষপত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে রাজ্যে৷ মধ্যবিত্তের চিন্তা বাড়িয়ে ফের বাড়ল আমুল দুধের দাম৷ দাম বাড়ছে গোটা দেশেই৷ লিটারপ্রতি দুধে ২ টাকা মূল্য বৃদ্ধির কথা ঘোষণা করেছে আমুল৷ ফলে মাসের শেষে খরচ বাড়ল আমআদমির৷ এই নয়া দাম কার্যকর হবে ১ মার্চ…
বন্ধ হল চা বাগান, দীপাবলির আগে অন্ধকার নামল শ্রমিকদের পরিবারে
মুখ্যমন্ত্রী রয়েছেন জেলায়, সেই সময়ই সরকারের ঘোষিত বকেয়া নিম্নতম মজুরি না দিয়েই রাতের অন্ধকারে চা বাগান ছাড়ল মালিকপক্ষ, দীপাবলির আগেই অন্ধকার নেমে এলো কয়েকশো শ্রমিক পরিবারের। জলপাইগুড়ি কতোয়ালী থানার বেরুবাড়ি এলাকায় অবস্থিত অমর পুর চা বাগানে প্রায় চারশো শ্রমিক মঙ্গলবার…