আবার ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত মিললো৷ রাজ্য জুড়ে আবার অতিভারী বৃষ্টির আবহাওয়া৷ বিগত দুদিন ধরে মেঘলাই ছিল রাজ্যের আবহাওয়া দু এক ফসলা বৃষ্টিও হয়েছে বেশ কয়েক জায়গায়৷ এরই মাঝে গত রাত থেকে শুরু হয়েছে ভারী বৃষ্টি৷ আজ বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে শহর কলকাতাতেও৷ তবে বৃষ্টির সম্ভাবনা থাকলেও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়া থেকে মুক্তি মিলছে না এখনই৷ বরং তাপমাত্রা বাড়ার পাশাপাশি অস্বস্তিকর আবহাওয়ার দাপটও বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তবে আবহাওয়ার এই ছবিটা কলকাতার ক্ষেত্রে স্থায়ী হবে না৷ সকাল থেকে উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাত৷ উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিরও সতর্কতা জারি করা হয়েছে৷ সঙ্গে কয়েক জায়গায় ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, মৌসুমী অক্ষরেখা অসম পর্যন্ত বিস্তৃত রয়েছে৷ তারই জেরে জেরে উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টি হতে পারে৷
Related Posts
প্রায় তিনশোজনের কাছাকাছি সদস্য তৃণমূল ছেড়ে যোগ দিলো সিপিএমে
লক্ষ্য এখন একটাই, আগামী নির্বাচন। চারিদিকে ভোটার দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ এরই মাঝে রাজ্যে জুড়ে নতুন জল্পনা। তবে কি শুরু হলো ভাঙ্গনের? পায়ের তলার মাটি শক্ত করতে মরিয়া সমস্ত রাজনৈতিক দল। অন্যদিকে, একেবারেই বিপরীত চিত্র ধরা পড়ল নদিয়ায়। নদিয়া…
প্রকাশ্যে আসছে একের পর এক প্রভাবশালীর নাম
বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী…
বিয়ে সারলেন রাজিব কন্যা
বিয়ে হলো ঘটা করে৷ রাজকীয় বিয়ে৷ রবিবাসরীয় সন্ধ্যায় ইকো পার্কে বসেছিল রূপকথায় বিয়ের আসর৷ রথী-মহারথীদের উপস্থিতিতে বসেছিল চাঁদের হাট৷ আলোর রশনাই আর সানাইয়ের সুরে চারহাত এক হল রাজ্যের প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের মেয়ের৷ চোখ ধাঁধানো বিয়ের আসরে শুভদৃষ্টি সারলেন রাজীব…