বৃষ্টির সম্ভনা রাজ্য জুড়ে

বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বিদায় নিয়েছে গরম, আগমন হয়েছে শীতের। আবার কখনও আংশিক মেঘলা কখনও বৃষ্টি। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস অনুযায়ী আর কিছুক্ষণের মধ্যেই ঝমঝমিয়ে বেশি নামতে পারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়।

বুধবার বাঁকুড়া, ঝাড়গ্রাম, বর্ধমান, দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলায় বুধবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয়ও বাষ্প এ রাজ্যে প্রবেশ করেছে। এর জেরে বৃষ্টিপাত হবে। তবে শুধু আজ নয়, আগামীকালও বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের বিভিন্ন জেলা। এই সপ্তাহে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। দার্জিলিংয়ের এবং সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।