কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা, কত দিন চলবে?

বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এর জেরে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদ যাবে না কলকাতাও। পুজোর মুখে হাওয়া অফিসের এই পূর্বাভাস নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদে ভারী বৃষ্টি হতে পারে। এছাড়াও, আবহাওয়া অফিস শনিবার হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার জন্য বৃষ্টি এবং বজ্রবৃষ্টির সতর্কতা জারি করেছে।

উত্তরবঙ্গেও বৃষ্টি হবে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কোচবিহার এবং আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এই দুই জেলা ছাড়াও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টি হতে পারে।

হাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূল বরাবর উত্তর ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় রয়েছে। সে কারণে ওই অংশের সমুদ্র ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইছে। শুক্রবার পর্যন্ত সাগর উত্তাল থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই সময়ের মধ্যে জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। পুজোর সময়ও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিষণ্নতা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। হাওয়া অফিসের পূর্বাভাস শুনে যারা উত্তরবঙ্গ ভ্রমণের পরিকল্পনা করেছেন তারা চিন্তিত। তবে আশার কথা, শনিবারের পর দুই বাংলাতেই বৃষ্টির পরিমাণ কমতে পারে।