লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে এবার দেশের বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠানোর তোড়জোড় শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠাতে শুরু করেছে বিভিন্ন রাজ্যে।
নির্বাচনকে কেন্দ্র করে যাতে অশান্তি না সৃষ্টি হয় সেই লক্ষ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়ন করা হচ্ছে বিভিন্ন জায়গায়। পশ্চিমবঙ্গে মোতায়ন করা হবে ৯২০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে, ৯২০ কোম্পানির মধ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী খুব শীঘ্রই পশ্চিমবঙ্গে মোতায়েন করা হবে।
পশ্চিমবঙ্গে যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে তার মধ্যে প্রথম দফায় ১০০ কোম্পানি ও দ্বিতীয় দফায় ৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে। নির্বাচন কমিশন প্রত্যেকটি জেলার নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে।