শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় বড় পদক্ষেপ সিবিআই-এর

বিগত বেশ কিছুমাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে গত বছর থেকে চর্চার শিরোনামে বঙ্গের শিক্ষক নিয়োগ দুর্নীতি। এবার পুর নিয়োগ দুর্নীতিতে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে সিবিআই।

মামলার সূত্র ধরে এবার তলব করা হবে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদেরও। চলতি সপ্তাহ থেকেই পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এক্সজিকিউটিভ অফিসারদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হবে। প্রসঙ্গত, দুর্নীতির কিনারা করতে সম্প্রতি রাজ্যের ১৪ টি পুরসভায় অভিযান চালিয়েছিল সিবিআই। সেই সময় একাধিক নথিপত্র বাজেয়াপ্ত করা হয়।

সেই সমস্ত নথি খতিয়ে দেখেই এবার পুরসভার কর্তাদের তলব করতে চলেছে গোয়েন্দারা। দুর্নীতির নেপথ্যে একাধিক কর্মকর্তা থেকে শুরু করে পুরসভার কর্মীদেরও হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। আগে এই মামলার তদন্তে একযোগে কুড়িটি জায়গায় অভিযান চালিয়েছে সিবিআই। যার মধ্যে ১৪টি পুরসভায় হানা দেয় গোয়েন্দারা।