বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে কয়লা পাচার মামলায় তৃণমূলের এক হেভিওয়েটকে তলব করল সিবিআই।
আসানসোলে সিবিআই আদালতে আত্মসমর্পণ করেছেন এই মামলার অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালা। এরপর এবার এই মামলাতেই ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লাকে তলব করল CBI। তৃণমূল নেতাকে নোটিশ পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সি।
অভিযোগ, আসানসোলের কয়লা খনি থেকে বেআইনিভাবে কয়লা তুলে তা নাকি দক্ষিণ ২৪ পরগণার নানান ইটভাটায় পাঠানো হতো। এবার এর সঙ্গে ক্যানিং পূর্বের বিধায়কের কোনও যোগ সূত্র ছিল কিনা সেটাই এবার খতিয়ে দেখতে চাইছে তদন্তকারী সংস্থা।