বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে আদালতের নির্দেশে পুর নিয়োগ দুর্নীতির তদন্তে নামে সিবিআই।
আর এই মামলায় সম্প্রতি কামারহাটি পুরসভার কাছে নথি চেয়ে পাঠিয়েছে গোয়েন্দা সংস্থা। এই কামারহাটি পুরসভার সঙ্গে তৃণমূল বিধায়ক মদন মিত্রও ওতপ্রোতভাবে জড়িত। তবে এই পুরসভার কাছে নথি ছাড়াও পুরসভার ৩৪ জন কর্মীকেও তলব করেছে সিবিআই।
প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রোমোটার অয়ন শীলের সূত্র ধরেই সর্বপ্রথম পুর নিয়োগ দুর্নীতির খোঁজ মেলে। সিবিআই এর অভিযোগ, এই অয়ন শীলের একটি সংস্থার মাধ্যমে ১৪টি পুরসভায় মোটা টাকার বিনিময়ে কর্মী নিয়োগ করা হয়েছিল। এই চাকরি বিক্রি চক্রে একাধিক সরকারি আধিকারিকদের পাশাপাশি প্রভাবশালী নেতা-মন্ত্রী, বিধায়কেরা জড়িত রয়েছেন বলেও দাবি সিবিআই এর।