বহুতলে আগুন, আতঙ্কিত বহুতলবাসী
মানিকতলা মেন রোডের উপরের একটি ১০ তলা বহুতলের আট তলার ফ্ল্যাটে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। ঘটনাটি রবিবার রাত ৮টা নাগাদ ঘটেছে। দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের পাঁচটি ইঞ্জিন। ফ্ল্যাটটি পুড়ে গেলেও কেউ হতাহত হননি বলে খবর। প্রাথমিক…