বিপর্যয় তমলুকে, সেতু ভেঙে গুরুতর জখম এক

আচমকাই মেদিনীপুর জেলার তমলুকে সংস্কারের কাজ চলার সময় ভেঙে পড়ল একটি সেতু। তমলুক পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে ঘটনাটি ঘটেছে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন এক জন। তাঁকে তমলুক হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অভিযোগ, সেতু মেরামতির সময়েও নিরাপত্তার বিষয়টি বিবেচনা করা হয়নি। যার জেরেই এই ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তমলুক থানার পুলিশ এবং দমকল বাহিনী।

তমলুক পুরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় জানান, সেতুর ভগ্নস্তূপে এক জন চাপা পড়ে গিয়েছেন। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে। স্থানীয়দের অভিযোগ, সেতুটি দীর্ঘ দিন ধরেই জীর্ণ অবস্থায় পড়েছিল। প্রতিবেশীরা প্রশাসনের কাছে বার বার অভিযোগ করেছেন যে, সেতুটি যে কোনও দিন ভেঙে পড়তে পারে। এর পর দিন পাঁচ-ছয়েক আগে সেতু সংস্কারের কাজ শুরু হয়।

কংক্রিটের ধ্বংস্তূপের নীচে ওই শ্রমিকের শরীরের অর্ধেক অংশ চাপা পড়ে রয়েছে৷ বাইরে থেকে তাঁকে অক্সিজেন দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে৷ ধ্বংসস্তূপ সরিয়ে ওই শ্রমিককে উদ্ধার করার চেষ্টা করছে দমকল এবং পুলিশ কর্মীরা৷ ঘটনাস্থলে এসেছে তমলুক পুরসভার মেডিক্যাল টিমও৷