পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলো। মঙ্গলবার কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে কার্শিয়াং এর BDO অফিসে মনোনয়নপত্র জমা করে প্রার্থীরা। মহা মিছিলে উপস্থিত ছিলেন দলের সভাপতি অনিত থাপা। দীর্ঘ প্রায় ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল। মঙ্গলবার জিটিএ এলাকার সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীদের মনোনয়নপত্র জমা করে। একইভাবে মঙ্গলবার দুপুরে কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে BGPM দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। এদিন এই মহা মিছিলটি কার্সিয়াংয়ের টাউন হল থেকে শুরু করে বিডিও কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সভাপতি অনিত থাপা। এদিন মিছিল শেষে কার্শিয়াংয়ে বিডিও কার্যালয়ে গিয়ে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেন।
Related Posts
পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ
পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে উঠলেন এলাকার ভুক্তভোগী অভিভাবকেরা।অভিযোগ উঠেছে চাঁচল ১ নং ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিষ্টার কর্মচারীদের বিরুদ্ধে।অভিযোগ,পঞ্চায়েতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দপ্তরের কর্মচারীরা নিয়মিত দপ্তর খোলেন না।মাসের বেশিরভাগ…
পাহাড়ের রাস্তায় এবার চলবে দোতলা বাস
সম্প্রতি মহানগরীর রাস্তায় চালু হয়েছে ডবল ডেকার বাস। উদ্বোধন করেছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী। এবার মহানগরীর রাস্তা ছাড়াও রাজ্যের পাহাড়ি অঞ্চলে দেখা যাবে ডবল ডেকার বাস। এবার ডুয়ার্সের রাস্তায় দেখা যাবে ডবল ডেকার বাস। এই ডবল ডেকার বাস ফিরিয়ে আনার পরিকল্পনা নিল…
সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক
সিকিমে গিয়ে নিখোঁজ রায়গঞ্জের দুই ভাই সহ ৩ জন যুবক। এদের মধ্যে দুজন রায়গঞ্জ শহরের উকিলপাড়ার বাসিন্দা ও আরেকজন রাঁচির বাসিন্দা। রায়গঞ্জের বাসিন্দা স্বর্ণদ্বীপ মজুমদার (২৩) ও শ্রীকান্ত মজুমদার (২৭) এবং ঈশান নামে তাদের বন্ধু রাচির বাসিন্দা। তারা শনিবার রায়গঞ্জ…