কার্শিয়াংয়ে মহামিছিল করে মনোনয়নপত্র জমা করলো BGPM দলের প্রার্থীরা

পাহাড়ে পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীরা মনোনয়নপত্র জমা করলো। মঙ্গলবার কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে কার্শিয়াং এর BDO অফিসে মনোনয়নপত্র জমা করে প্রার্থীরা। মহা মিছিলে উপস্থিত ছিলেন দলের সভাপতি অনিত থাপা। দীর্ঘ প্রায় ২২ বছর পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। আর এই পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল। মঙ্গলবার জিটিএ এলাকার সমস্ত জায়গায় পঞ্চায়েত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রার্থীদের মনোনয়নপত্র জমা করে। একইভাবে মঙ্গলবার দুপুরে কার্শিয়াংয়ে একটি মহা মিছিল করে BGPM দলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেয়। এদিন এই মহা মিছিলটি কার্সিয়াংয়ের টাউন হল থেকে শুরু করে বিডিও কার্যালয়ে গিয়ে শেষ হয়। এদিন এই মিছিলের নেতৃত্বে ছিলেন দলের সভাপতি অনিত থাপা। এদিন মিছিল শেষে কার্শিয়াংয়ে বিডিও কার্যালয়ে গিয়ে প্রার্থীরা নিজেদের মনোনয়নপত্র জমা দেন।