রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গরু পাচার মামলায় অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে তৎপর ইডি। তা নিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের বিশেষ বিচারকের এজলাসে প্রায় ২ ঘণ্টা মামলার শুনানি হল। তবে শুনানি শেষে রায়দান স্থগিত রাখা হয়েছে। আজ সোমবার এই মামলার রায় দেওয়ার কথা আদালতের।
ইডির আবেদনের বিরোধিতা করে দিল্লি হাইকোর্টে আবেদন করেছিলেন অনুব্রত মণ্ডল। কিন্তু সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে আগেই। কেন্দ্রীয় সংস্থা জানিয়েছে, গরু পাচার কাণ্ড ‘মাস্টারমাইন্ড’ অনুব্রত মণ্ডলই। আগে এই মামলায় এনামুল হক ও সায়গল হোসনকে দিল্লি নিয়ে আসার অনুমতি দিয়েছে আদালত। এখন অনুব্রতর জন্যও একই রায় চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিকে কলকাতা হাইকোর্টেও জামিন নিয়ে চাপে পড়েছেন তৃণমূল কংগ্রেসের এই নেতা। কারণ খোদ আদালতের মন্তব্য, গরু পাচারকাণ্ডে অনুব্রত ‘অনেক বেশি প্রভাবশালী’।
তবে অনুব্রত মণ্ডলকে যাতে দিল্লি নিয়ে যাওয়ার অনুমতি না দেওয়া হয় তার জন্য পুরো চেষ্টাই করছেন তাঁর আইনজীবী। আদালতে তাঁর প্রশ্ন, ঘটনা পশ্চিমবঙ্গের, এফআইআর’ও বাংলায়। তাহলে কেন ইডি তাঁকে দিল্লি আনতে চাইছে? যদিও বিচারকের বক্তব্য, দু’জনের ক্ষেত্রে ইডির আবেদন মঞ্জুর হয়েছে। অনুব্রতর ক্ষেত্রে অন্যরকম রায় দিলে পুরনো রায় পুনর্বিবেচনার দাবি উঠতে পারে।