তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায় খতিয়ে দেখা হচ্ছে তিনজনের কললিস্ট

সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এখনও তদন্ত করছে সিবিআই। শিয়ালদহ আদালতে স্টেটাস রিপোর্ট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তিন পাতার স্টেটাস রিপোর্টে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

স্টেটাস রিপোর্টে তদন্তকারী সংস্থা জানিয়েছে, নতুন করে তিন জনের কল ডিটেলস জোগাড় করে তাতে নজর রাখা হচ্ছে। সঙ্গে ২৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। এছাড়াও এই মামলার তদন্তের জন্য আরজি করের আরও বেশ কিছু সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে সিবিআই।

সঙ্গে তরুণী চিকিৎসক পড়ুয়ার মৃত্যুর পর তিনজনের কথোপকথন ট্র্যাক করার চেষ্টা করা হচ্ছে। যদিও সেই তিনজন কে, সেই বিষয়ে খোলসা করেননি গোয়েন্দারা। এদিন আদালতে জমা দেওয়া স্টেটাস রিপোর্টে বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে সিবিআই। আগামী ২৮ এপ্রিল সিবিআইকে পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত।