শিক্ষার দিক দিয়ে আবার সাফল্যের শিখরে কলকাতা বিশ্ববিদ্যালয়

শিক্ষার দিক থেকে আবার একবার সাফল্যের শিখরে কলকাতা। বড় সাফল্য পেল কলকাতা বিশ্ববিদ্যালয়। সারা দেশের মধ্যে ছয় নম্বর স্থানে জায়গা করে নিল কলকাতা বিশ্ববিদ্যালয়।

এছাড়াও পড়ুয়াদের পিএইচডি ডিগ্রি করানোর ক্ষেত্রে সারা দেশের মধ্যে দ্বিতীয় স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়। এই নিয়েই শুভেচ্ছা বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে জানান, ”জানাতে গর্ব হচ্ছে যে কলকাতা বিশ্ববিদ্যালয় তার অসাধারণ কাজের জন্য আবার প্রশংসিত হয়েছে। বিশ্ববিদ্যালয় নিয়ে ২০২২ সালের সমীক্ষা অনুসারে কলকাতা বিশ্ববিদ্যালয় ভারতের সমস্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ষষ্ঠ স্থানে রয়েছে।“

এছাড়াও, গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পিএইচডি করানোর’ বিষয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। দেশের সমস্ত সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ‘গত ৩ বছরে সর্বোচ্চ সংখ্যক পেটেন্ট প্রদান’ বিভাগে দ্বিতীয় স্থানে রয়েছে এই বিশ্ববিদ্যালয়।

অন্যদিকে ‘কেরিয়ার প্রগ্রেশন এবং প্লেসমেন্ট’ বিভাগে তৃতীয় সর্বোচ্চ স্কোর পেয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। উল্লেখ্য, কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার যে সেরার তালিকা প্রকাশ করেছিল তাতে সেরা বিশ্ববিদ্যালয়ের প্রথম দশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

এই তালিকায় অষ্টম স্থানে রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় স্থানে যথাক্রমে আছে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ও জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। শীর্ষ স্থান দখল করে নিয়েছে আইআইএসসি বেঙ্গালুরু।