বড় আশঙ্কার পূর্বাভাস কলকাতার মেয়রের মুখে

শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্যি। ছোট্ট একটি প্রাণী ইঁদুর, শেষ করে দিচ্ছে সুন্দরী তিলোত্তমাকে! ইঁদুর দৌড় রাতের ঘুম কেড়ে নিয়েছে কলকাতা পৌরনিগমের। ইঁদুরের দাপট ঠেকাতে এবার ময়দানে নামছে কর্পোরেশন। ইঁদুর নিয়ে শঙ্কার কথা শোনা গেল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের মুখে।

মেয়র বলেন, ভবিষ্যতে বোঝা যাবে কীভাবে শহরের তলায় ইঁদুরের বাস হচ্ছে। সুরাটে একটা সময় প্লেগে ছেয়ে গিয়েছিল। এখন থেকে সতর্ক না হলে আমাদের কলকাতাতেও হতে পারে মহামারি। কলকাতা শহরের মাটির নীচে থেকে ধীরে ধীরে গোটা কলকাতাকে শেষ করে ফেলছে এই ইঁদুর। হয়তো কিছু বছর বাদেই মহামারি ছেয়ে যেতে পারে প্রাণের শহর কলকাতায়।

উদ্বেগের সাথে ফিরহাদ বলেন, ’এজেসি বোস রোডে হলদিরামের উল্টো দিকে প্রচুর ইঁদুর হয়েছে। আগে ইঁদুর দেখতে আমরা কার্জন পার্কে যেতাম। বর্তমানে শহরের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ইঁদুর বাসা বেঁধেছে।‘ মেয়র বলেন, এই মহামারি ঠেকাতে আমাদের খাবার ফেলার অভ্যাসকে বদলাতেই হবে। এখন থেকেই সকলকে সতর্ক হতে হবে। নয়তো আসতে পারে ভয়াবহ মহামারি।