দ্রুত শুনানির আর্জি মঞ্জুর কলকাতা হাইকোর্টের তরফে

মৃত্যু না আত্মহত্যা? ঘটনার সুরাহা হয়নি এখনো। আনিস খান মৃত্যু মামলার দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাওড়ার ছাত্রনেতা আনিস খানের রহস্য মৃত্যুর মামলায় সিঙ্গেল বেঞ্চের সিবিআই তদন্তের নির্দেশ চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্ত ও বিচারপতি রাজর্ষি ভারদ্বাজের ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করা হয় পরিবারের পক্ষ থেকে।

দ্রুত মামলার শুনানির আর্জি জানান হয়। সেই আর্জি মঞ্জুর প্রধান বিচারপতির। আগামীকাল মামলার শুনানি হবে বলে খবর। আনিসের পরিবারের অভিযোগ ছিল, খুন করা হয়েছে তাঁদের ছেলেকে। এই ঘটনায় রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলেছিলেন আনিসের দাদা।

তবে সেই অভিযোগ খারিজ হয়েছে সিট-এর চার্জশিটে। খুন হননি আনিস খান৷ ওপর থেকে পরেই মৃত্যু৷ পরিবারের দাবি খারিজ করে উলুবেড়িয়া আদালতে চার্জশিট পেশ করেছে তারা। তবে চার্জশিটে নাম রয়েছে এক এসআই, এক হোমগার্ড ও দুই সিভিক ভলেন্টিয়ারের৷ পুলিশের গাফিলতিতে আনিসের মৃত্যু হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে৷