বাংলার পুজোর বাকি আর মাত্র কদিন, এই প্রেক্ষিতে পুজো কমিটিগুলিকে দেওয়া পুজোর অনুদান বাড়িয়ে দেওয়া হয় রাজ্য সরকারের তরফে৷ এই অনুদান বৃদ্ধিকে কেন্দ্র করে প্রশ্ন ওঠে একাধিক৷ এর পরেই দায়ের হয় মামলা৷
এই পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে পুজোর অনুদানে সায় কলকাতা হাই কোর্টের৷ রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর দিল উচ্চ আদালত৷ প্রায় ৪৩ হাজার পুজো কমিটিকে ৬০ হাজার টাকা করে অনুদান দিতে পারবে রাজ্য৷ এমনটাই জানিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ৷ তবে ৬টি শর্ত সাপেক্ষে পুজো অনুদানে অনুমতি দেওয়া হয়েছে৷
কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব তাঁর নির্দেশে বলেছেন, মূলত ছটি শর্তে রাজ্য কমিটিগুলিকে অনুদান দেওয়ার যে আবেদন করা হয়েছিল তা মঞ্জুর করা হচ্ছে৷ এই শর্তসাপেক্ষে পুজো কমিটিগুলোকে অনুদান দেওয়া যাবে।
তবে কোন ছটি শর্তে তিনি এই আবেদনকে মান্যতা দিয়েছেন, তা স্পষ্ট করেননি৷ কিছুক্ষণের মধ্যেই নির্দেশনামার কপি কলকাতা হাই কোর্টের ওয়েবসাইটে আপলোড করা হবে৷ তখনই এই শর্তগুলির কথা লেখা থাকবে৷ এর আগেও অনুমোদনের প্রশ্নে শর্তসাপেক্ষে অনুমোদন দিয়েছিল কলকাতা হাই কোর্ট৷