পশ্চিমবঙ্গের বুকে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। সব সমস্যা থেকে মুক্তি দিতে নতুন এবং অভিনব পদক্ষেপ নিয়েছে রেল। এবার থেকে হাওড়া ডিভিশনে থাকছে QR কোডের মাধ্যেমে টিকিট কাটার সুবিধা। স্মার্ট কার্ড অথবা কয়েনের মাধ্যেমে টিকিট কাটার ঝামেলা বাদ দিয়ে এবার ডাইরেক্ট QR কোডের সুবিধা নিয়ে হাজির রেল কর্তৃপক্ষ।
আর এই সুবিধা নিয়ে আসায় যাত্রীরাও অনায়াসে টিকিট কাটতে পারছেন। এই সিদ্ধান্তের ফলে যেমন রেলের আয় বাড়তে চলেছে তেমনই সুবিধা ভোগ করবেন যাত্রীরা। রেলের কথায় এই QR কোড সিস্টেম যাত্রীদের জন্য অনেক বেশি নিরাপদ। সহজেই ট্রেন ধরা যাবে এবং দির্ঘ লাইন দিতে হবে না আর।
UPI ID ব্যাবহার করেই কেনা যাবে টিকিট যা যাত্রী এবং টিকিট বুকিং কাউন্টার উভয়ের জন্যই সুবিধাজনক। যাত্রীরাও এতে হাঁফ ছেড়ে বেঁচেছেন।