তবে কি এবার বিয়ের পিঁড়িতে বসবেন তিনি?

সদ্য মাত্রই খেলার জগৎকে নিজ ইচ্ছায় বিদায় জানিয়েছেন তিনি৷ খেলার জগৎকে বিদায় জানিয়েছেন মহিলা ক্রিকেটের তারকা ব্যাটসম্যান মিতালি রাজ৷ কিন্তু, ক্রিকেট ছাড়তেই আসতে চলেছে অন্য চাপ৷ কেরিয়ারের জন্য এতদিন বিয়ের পিড়িতে বসেননি এই ব্যাটার৷ খেলার জন্যে ঠেকিয়ে রেখেছিলেন বিয়ে৷ তবে অবসর নেওয়ার পর সে যুক্তি আর ধোপে টিকবে না৷ মিতালির মা’ও সাফ জানিয়েছেন, বিয়ের জন্য এবার মেয়েকে চাপ দেবেন তিনি৷ 

দু’দশকের বেশি দীর্ঘ তাঁর আন্তর্জাতিক ক্রিকেট জীবন৷ দেশের হয়ে নীল জার্সিতে খেলেছেন মিতালি রাজ। কিন্তু, বুধবার হঠাৎ করেই অবসর ঘোষণা করে দেন তিনি। এর পর থেকেই গুঞ্জল ৩৯ বছরের ব্যাটার কি এ বার বিয়ের পিড়িতে বসতে চলেছেন? উত্তর পেতে মরিয়া অনুরাগীরাও৷ মিতালির মা লীলা রাজ জানিয়েছেন, এখনও পর্যন্ত বিয়ে নিয়ে মেয়ের সঙ্গে কোনও কথাই হয়নি তাঁর। বিষয়টি মিতালির উপরেই ছেড়েছেন।

তবে বিয়ের জন্য মেয়ের উপর অবশ্যই চাপ দেবেন তিনি। তাঁর কথায়, ‘‘মিতালির বিয়ের ব্যাপারে আমরা কিছু বলতে পারব না। এই ওঁর সিদ্ধান্ত৷ তবে আমি ওঁকে বিয়ে করার জন্য জোর করব। কারণ, যে কোনও মা-ই চায়, তার মেয়ে জীবনে সেটেল্ড হোক৷’’ তিনি আরও বলেন, ‘‘ক্রিকেটের জন্য ব্যক্তিগত জীবনে অনেক ত্যাগ করেছে মিতালি। ২৩ বছর ধরে যে ভাবে চাপ নিয়ে ও খেলেছে, সেটা সামলানো সহজ কথা নয়। সঙ্গে চোট-আঘাত তো ছিলই।’’  তবে মিতালি বলেছিলেন, কম বয়সে বিয়ে করার ইচ্ছা ছিল৷ ক্রিকেটের জন্যেই তা হয়ে ওঠেনি৷ এখন আর সেভাবে ইচ্ছা নেই৷ তবে অবসরের পর কী করবেন, সে সম্পর্কে কিছুই জানাননি মিতালি৷ এ বিষয়ে মিতালির মাও নিশ্চিত ভাবে কিছু জানাতে পারেননি৷