তবে কি সত্যি শেষ হতে চলেছে করোনা সংক্রমণের রেশ, আশার আলো দেখাচ্ছে হু

এখনও কমেনি করোনাভাইরাসের চোখরাঙানি৷ বিশ্বজুড়ে এখনও রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে করোনা মহামারীর সংক্রামক ভাইরাস। ২০১৯ সালের শেষ দিক থেকে ২০২২ সালের সেপ্টেম্বর, করোনা ভাইরাস বলতে গেলে একই রকম ত্রাস সৃষ্টি করে রেখেছে মানব জীবনে। মাঝে সংক্রমণ অনেক মাত্রাতেই কমেছে কিন্তু নির্মূল হয়নি।

টিকাকরণ শুরু হওয়ার পর থেকে একাধিক রিপোর্ট এও বলেছে যে মৃত্যুহারও কমতে শুরু করেছে বিশ্বজুড়ে। এবার সেই ‘হু’ দিল আশার বাণী। দাবি করা হল, বিশ্বজুড়ে নাটকীয়ভাবে কমে আসছে করোনা সংক্রমণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-র প্রধান টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস জানিয়েছেন, করোনার শেষ দেখা যাচ্ছে।

তবে তাঁর এও সতর্কতা, কমছে মানে এই নয় যে কমে গিয়েছে। অতিমারি শেষ হওয়ার পর্যায়ে চলে এসেছে। তাই মানুষকে সচেতন থাকতেই হবে। যে অতিমারি শেষের পথে আছে, তা আবার আগের মতো পথ বদল করে ফেলতেই পারে। তাই এখনই শিথিলতা দেখানো উচিত নয় বলেই পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এরই মধ্যেই বিজ্ঞানী মহলের একাংশ দাবি করেছে যে, যে কোনও সময়ে আরও একটি অতিমারি এসে পড়তে পারে। ঠিক এই মুহূর্তে বলা সম্ভব নয় যে কোন জীবাণু থেকে কোন রোগ আসবে। তাই যে আশঙ্কা তারা করছেন তাকেই ‘ডিজিজ এক্স’ নাম দেওয়া হয়েছে। এটির আকার কোনও অংশে কোভিডের চেয়ে কম হবে না, এমন দাবি অবশ্য করা হচ্ছে এখন থেকেই।