তবে কি এবার পূজার আগে বকেয়া ডিএ পেতে পারে সরকারি কর্মচারীরা

বিগত বেশ কিছু মাস ধরে একটানা রাজ্য জুড়ে ডিএ নিয়ে বিক্ষোভ চলছে, এই ইস্যুতে দায়ের হয়েছে মামলাও৷ যদিও বাংলা সরকার তাদের অনুকূলে এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। এই পরিস্থিতিতে আগামী ৩ নভেম্বর সেই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এই মামলার দীর্ঘ শুনানি প্রয়োজন বলে আগেই জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ ৩ নভেম্বর ডিএ মামলার চূড়ান্ত রায় আসবে না এমনটাই বলা যেতে পারে। বেশ কয়েকদিন ধরে এই মামলার বিস্তারিত শুনানি চলতে পারে। তবে প্রশ্ন মোট কতদিনের ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের?

প্রসঙ্গত, রাজ্য সরকারী কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ৬ শতাংশ ডিএ পান। যা সম্প্রতি ৩ থেকে বাড়িয়ে ৬ করা হয়েছে। অন্যদিকে শীর্ষ আদালতে ২০১৬ সাল থেকে ডিএ সংক্রান্ত যে মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশন সংক্রান্ত। এই কারণেই সরকারের ওপর ক্রমশ্য চাপ বাড়াচ্ছেন রাজ্য সরকারি কর্মচারীরা।