কেন্দ্র ও রাজ‍্য সরকারের বিশেষ বাস শিলিগুড়িতে পৌঁছাল আজ

সিএ (CA) এর কেন্দ্রীয় ও রাজ‍্য সরকারের বিভিন্ন প্রকল্প গুলোকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে বিশেষ বাতানুকূল (AC) বাস আজ শিলিগুড়ি এসে পৌঁছায়।

ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড অফ ইন্ডিয়ার তরফ থেকে ১৮ই আগষ্ট MSME এর যাত্রা শুরু হয়েছিল মুম্বাই থেকে, আর যাত্রা শেষ হবে ১৮ই নভেম্বর মুম্বাইয়ে গিয়ে। এই বাসটিতে AC বাসের মধ‍্যে বিভিন্ন CA প্রকল্পের গুলির সুযোগ সুবিধা তুলে ধরা হয়েছে।

ইনস্টুট অফ চার্টার্ড একাউন্টেড এর শিলিগুড়ি শাখার চেয়ারম্যান অভিজিৎ দত্ত জানান, এই MSME তে যাত্রার মূল উদ্দেশ্যে, সচেতন বৃদ্ধি আর CA এর আবশ্যিকতা এবং বিস্তারিত তথ‍্য তুলে ধরা হয়েছে।