লোকাল বাসস্ট্যান্ড স্থানান্তরিত করার বিরোধিতায় মৌন প্রতিবাদে সামিল হল বাস এন্ড মিনিবাস জয়েন্ট একশন ফোরাম

বড়োসড়ো সাফল্য পেল সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগেই ডাকাতির ছক করতে গিয়ে, পাঁচজন ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। সিতাই থানার অন্তর্গত শিঙিমারী নদীর চর থেকে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এই ডাকাত দলকে ধরতে সক্ষম হয় সিতাই থানার পুলিশ। এদের থেকে প্রচুর পরিমাণ আগ্নেয়াস্ত্র সহ বোমা তৈরির প্রচুর সরঞ্জাম পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
ঘটনায় গ্রেফতার হয়েছে টুটুল বর্মন, প্রসেনজিৎ বিশ্বাস, মহা আলম শেখ, আনিসুল ইসলাম, বাসের আলী। এদের মধ্যে তিনজন আসামের বাসিন্দা। এদের থেকে প্রচুর পরিমাণে বোমা তৈরির সরঞ্জাম, ১০ প্যাকেট চকলেট বোম, আটটি তাজা বোমা, একটি দেশি পিস্তল এবং গুলি সেই সাথে চারটি মোটর বাইক উদ্ধার হয়েছে। এদিন তাদের দিনহাটা মহকুমা আদালতে তোলা হয়। এই বিপুল পরিমাণ অস্ত্র তারা কোথা থেকে পেল তা নিয়ে তদন্ত শুরু করেছে কোচবিহার সিতাই থানার পুলিশ। তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশি হেফাজত দাবি করেছে সিতাই থানার পুলিশ। কালীপুজোর আগে এত বড়ো সাফল্যতে কার্যত খুশি এলাকার মানুষ।