প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখা যাবে ভোট দিতে?

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিছু বছর আগেও তিনি স্ত্রী সন্তান সহ ভোট দিতে যেতেন। ভোটের লাইনে সাধারণ মানুষের সাথে দাঁড়িয়ে তিনি ভোট দিতেন। সেই ছবি বারবার ক্যামেরায় ধরা পড়েছে। তবে কাল কী হবে? কাল কী সেই একই ছবি ধরা পড়বে ক্যামেরায়? কী জানা যাচ্ছে?

সূত্র অনুযায়ী, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী বুদ্ধদেব ভট্টাচার্য এই বছর ভোট দিতে যেতে হয়তো পারবেন না। তবে এখনও সেটা স্পষ্ট নয়। বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, বুদ্ধদেব ভট্টাচার্য আজও জাতীয় রাজনীতি নিয়ে খোঁজ খবর নেন। তিনি নিয়মিত খবরের কাগজ পড়েন। তবে বেশ কিছুদিন ধরেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

চলতি বছরে ১ মার্চ তিনি ৮১ বছরে পা দিয়েছিন। প্রতিবছর জন্মদিনেই তিনি পাম অ্যাভিনিউয়ের আবাসনের সামনে যান। তবে এই বছর অসুস্থতার কারণে তিনি অনুগামীদের সাথে দেখা করতে যেতে পারেন নি।