সোমবার সকালে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর ১নং ব্লকের অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ফুলবাড়ি বিএসএফ ক্যাম্পে ৭২নং বিএসএফ এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের ফিতে কেটে শুভ আরম্ভ করলেন তৃণমূল ব্লক সভাপতি তথা জেলার পূর্ত কর্মদক্ষ্য গোলাম রসুল মনি। এদিনের এই ক্যাম্পে বিএসএফের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষদের চিকিৎসা ও বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়। এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে উপস্থিত ছিলেন গুয়াগাও গ্রাম পঞ্চায়েত প্রধান আক্তর আলম সহ বিএসএফ-দের উচ্চ পদস্থ আধিকারিকরা।
Related Posts
খড়িবাড়ি ব্লকে শিলান্যাস হল নতুন ২টি সুস্বাস্থ্য কেন্দ্রের
বুধবার খড়িবাড়ি ব্লকে নতুন ২টি সুস্বাস্থ্য কেন্দ্রের শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাদক্ষ কিশোরী মোহন সিংহ। শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ির মদনজোত ও সুবলভিটায় নতুন দুটি সুস্বাস্থ্য কেন্দ্রের কাজ শুরু হলো। প্রায় ৩১লক্ষ টাকা ব্যয়ে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবন করা হবে। এএনএম ও…
শিলিগুড়ি জেলা হাসপাতালে হবে আরও উন্নয়ন, জায়গা পরিদর্শনে গৌতম দেব
শিলিগুড়ি জেলা হাসপাতালে আরও উন্নত মানের পানীয় জল ও ব্যবহারের যোগ্য জল সরবরাহের সংযোগ স্থাপন প্রক্রিয়া এবং হাসপাতাল চত্বরে ‘মা ক্যান্টিন’ স্থাপন করতে উপযুক্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ি জেলা হাসপাতালের চেয়ারম্যান গৌতম দেব। উল্লেখিত প্রকল্প সমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয়…
রেলের সাথে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ
রেলের সাথে সমন্বয় রেখে জনসাধারণের স্বার্থে কাজ করবেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। সেই উদ্দেশ্যেই রেল আধিকারিকদের নিয়ে রেলের জায়গায় ব্যবহৃত সমস্ত জায়গা পরিদর্শন করলেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ। বুধবার তিনি পৌঁছান শিলিগুড়ির বাগরাকোট ও ফুলেশ্বরী আন্ডারপাস এলাকায়। বর্তমানে বাগরাকোট দিয়ে…