ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার, ধৃত ২

লক্ষাধিক টাকার ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার ২, স্পেশাল অপারেশন গ্রুপ ও প্রধাননগর থানার যৌথ অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার ও নিষিদ্ধ কাফ সিরাপ সহ গ্রেপ্তার দুই ব্যক্তি। ধৃত দুজন সমীর বিশ্বাস (৩৮) ও বাপি রায় (২১)। ধৃত সমীর বিশ্বাস শিলিগুড়ির চম্পাসাড়ি এলাকার গোবিন্দ নগরের হিমকস ভবন এলাকার বাসিন্দা, ধৃত বাপি রায় দক্ষিণ দিনাজপুরের হিলির বাসিন্দা হলেও গোবিন্দনগরে বাড়ি ভাড়া নিয়ে থাকতো। জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে যৌথ অভিযানে নামে প্রধান নগর থানার পুলিশ ও স্পেশাল অপারেশন গ্রুপ। এর পর শিলিগুড়ির প্রধান নগর থানার অন্তর্গত গোবিন্দ নগর এলাকায় একটি বাইকে থাকা ওই দুজনকে আটক করা হয়। তল্লাশি চালাতেই তাদের কাছ থেকে উদ্ধার হয় প্রায় ১৪৫ গ্রাম ব্রাউন সুগার ও ৪৮টি নিষিদ্ধ কাফ সিরাপের বোতল। এর পরেই তাদের গ্রেপ্তার করে প্রধান নগর থানার পুলিশ। উদ্ধার হওয়া ব্রাউন সুগার ও নিষিদ্ধ কপ সিরাপের আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতদের শুক্রবার শিলিগুড়ি আদালতে পেশ করা হবে।