স্বস্তির নিঃশ্বাস দক্ষণবঙ্গে

পূর্বেই ঘোষণা করা হয়েছিল চলতি বছর রাজ্যে বৃষ্টির আগমন ঘটবে সময়ের পূর্বে। কিন্তু বিগত বেশ কিছুদিন ধরে, প্রায় সপ্তাহখানেক সময় দক্ষিণবঙ্গে বেড়ে চলেছে গরম। প্রতিদিন তারমাত্রার পারদ চড়ছে। দক্ষিণবঙ্গ যেন চাতক পাখি হয়ে গিয়েছিল। দেখা নেই বৃষ্টির। কিন্তু অবশেষে স্বস্তি পেল রাজ্যবাসী। কলকাতা সহ দক্ষিবঙ্গের একাধিক জেলায় হল বর্ষণ। অন্যদিকে লাগাতার কয়েক দিন ধরেই উত্তরবঙ্গের জেলাগুলিতে জোরদার ব্যাটিং করছে বৃষ্টি। তবে কি বর্ষা এসে গেল বঙ্গে? এখন এই প্রশ্নই সকলের মনে। কারণ সকলেই এই অতিরিক্ত গরমে নাজেহাল। কেউই আর এই তাপ সহ্য করতে পারছে না, চাইছেও না।

শেষ কিছু দিন ধরে একটি মেঘলা মেঘলা আবহাওয়া ছিল। কিন্তু বৃষ্টি কিছুতেই হচ্ছিল না তিলোত্তমায়। তবে এদিন সন্ধ্যায় একেবারে স্বস্তির বৃষ্টি নামে কলকাতায়। দমদম, নাগেরবাজার সহ উত্তর কলকাতার একাধিক জায়গায় বৃষ্টি হয়েছে। সবথেকে বড় কথা, এই বৃষ্টির ফলে হালকা একটি ঠান্ডা আমেজও তৈরি হয়েছে। বাইরে সুন্দর হাওয়া বইছে যা ভালো মতোই অনুভব করা যায়। দীর্ঘ গরমের পরে এই বৃষ্টির জেরে অনেকটাই শান্তি পেল শহর তথা দক্ষিণবঙ্গের মানুষ। অন্যদিকে, উত্তরবঙ্গে তো তুমুল বৃষ্টি হচ্ছে বিগত কয়েক দিন ধরেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে চলছে নাগাড়ে বৃষ্টি। সেই বৃষ্টি বজায় আছে সেখানে। হাওয়া অফিস আগেই জানিয়েছিল যে, এবার তাড়াতাড়ি ঢুকবে বর্ষা। ইতিমধ্যে দক্ষিণ ভারতের কেরলে বর্ষা ঢুকেও গিয়েছে বলে জানা গিয়েছিল। তাই বাংলাতেও আগে ঢুকবে বর্ষাকাল এটাই অনুমান করা হয়েছিল। কিন্তু সেইভাবে বৃষ্টির মুখ দেখা যাচ্ছিল না। তবে আজ সেই আশা পুরণ হল বঙ্গবাসীর। মূলত, দক্ষিণ বঙ্গের মানুষদের।