পানীয় জল বাড়ি-বাড়ি পৌঁছলে ভোট পাবে! বাড়ি-বাড়ি জল পৌঁছে দেবে যে দল তাকেই ভোট দেব! জলপাইগুড়ির বানারহাটের এলআরপি মোড়ের বাসিন্দারা পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে এই দাবি জানালেন। পানীয় জলের দাবিতে সোমবার বানারহাটের এলআরপি মোড়-সংলগ্ন এলাকায় বানারহাট থেকে চালসাগামী জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান এলআরপি মোড়-সংলগ্ন হাইওয়ের বাসিন্দারা। বিক্ষোভকারীদের অভিযোগ, তাঁরা নিয়মিত পানীয় জল পাচ্ছেন না দীর্ঘ কয়েক মাস ধরে। একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হলেও পানীয় জলের এই সমস্যার কোনও সমাধান হয়নি বলেই অভিযোগ তাঁদের। তাঁদের আরও অভিযোগ, শুধু প্রতিশ্রুতি মেলে প্রত্যকেবার ভোটের আগে। কিন্তু কাজের কাজ কিছু হয় না। তাই বাধ্য হয়ে এদিন তাঁরা পথ অবরোধ করেন।
স্থানীয় বাসিন্দাদের দাবি, আগে বাড়ি-বাড়ি পানীয় জল পৌঁছে দিতে হবে, তা হলেই তাঁরা ভোট দেবেন। এবং যে দল বাড়িতে পানীয় জল পৌঁছে দেবে সেই দলকে তাঁরা ভোট দেবেন! এদিকে দীর্ঘক্ষণ পথ অবরোধের ফলে জাতীয় সড়কের দু’দিকেই যানজটের সৃষ্টি হয়। ঘটনাস্থলে খবর পেয়ে পৌঁছয় বানারহাট থানার পুলিস এবং ব্লক প্রশাসনের আধিকারিকরা। বিক্ষোভকারীদের আশ্বাস দেওয়া হয় প্রশাসনের তরফে। বিক্ষোভকারীরা সেই আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেন। তবে তাঁরা হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, অবিলম্বে জলের সমস্যার সমাধান না করা হলে আগামী দিনে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবেন!