শুক্রবার ভারতীয় জনতা পার্টির ধুপগুরি মহকুমার স্টেশন শাল বাড়ী অঞ্চল কমিটির পক্ষ থেকে বিপুল সংখ্যক মহিলাদের উপস্থিতিতে দীর্ঘক্ষণ পথ অবরোধ কর্মসূচি পালন করা হয়। আজকের এই পথ অবরোধ এবং বিক্ষোভ কর্মসূচি প্রসঙ্গে স্থানিয় বিজেপি নেতৃত্ব আগুণ রায় বলেন, আমাদের অন্যতম দাবী রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এবং আর জি কর হাসপাতালের আবাসিক চিকিৎসক তথা স্নাতক বিভাগের ছাত্রীকে ধর্ষন করে খুনের ঘটনায় জড়িত মূল দোষীদের দ্রুত গ্রেফতার করে সাজা ঘোষণা।
আগুন রায়, ওপর একটি কর্মসূচিতে ধুপ গুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপি কর্মী সমর্থকেরা, যার ফলে বেশ কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় ডুয়ার্স হয়ে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগ ব্যাবস্থা।