বিজেপির বিজ্ঞাপনে এবার বাধা! ভোটের মাঝে কলকাতা হাইকোর্টের নির্দেশ

দেশে পঞ্চম দফার ভোটের দিন বিজ্ঞাপন নিয়ে বিজেপিকে বিশেষ নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সব দলই বিজ্ঞাপন দিচ্ছে সংবাদমাধ্যম সহ বিভিন্ন জায়গায় ভোটের আগে। এবার সেই বিজ্ঞাপনে বাধা! বিজেপির কয়েকটি বিজ্ঞাপন ঘিরে অভিযোগ উঠেছিল। সেই ধরনের বিজ্ঞাপন আর দেওয়া যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের করা এই মামলায় সোমবার এমনই নির্দেশ দেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। অর্থাৎ

গত ৪, ৫, ১০ এবং ১২ মে বিভিন্ন সংবাদপত্রে বিজেপি যে বিজ্ঞাপন প্রকাশ করেছিল সেগুলি নিয়ে প্রশ্ন ওঠে। বিজ্ঞাপনের তারিখ উল্লেখ করে অন্তর্বর্তী নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগ, তৃণমূলকে নিশানা করতে গিয়ে বিজেপি রাজ্য সরকারকে আক্রমণ করেছে। বিচারপতির নির্দেশ, ওই ধরনের কোনও ‘আনভেরিফায়েড’ বিজ্ঞাপন প্রকাশ করতে পারবে না বিজেপি।

কলকাতা হাইকোর্টের বিচারপতি মন্তব্য করেন, বিজ্ঞাপন নিয়ে তৃণমূল যে অভিযোগ করেছিল, তা নিয়ে যে দ্রুততার সঙ্গে পদক্ষেপ করা প্রয়োজন ছিল। এদিন শুনানিতে বিজেপির পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। অন্যদিকে, বিজেপিকে মামলা সংক্রান্ত নথি দেওয়া হয়েছে, এই মর্মে কোনও তথ্য আদালতে জমা দিতে পারেননি তৃণমূল কংগ্রেসের আইনজীবীরা।