যোগ্য চাকরিপ্রাপকদের জন্য সর্বত ভাবে পাশে থাকবে বিজেপি, ‘গ্যারান্টি’ মোদীর

ফের বঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের দক্ষিণ বর্ধমান সাই কমপ্লেক্স মাঠে করলেন সভা। আওয়াজ তুললেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ, অসীম সরকারের হয়ে। এদিকে বাংলায় পা রেখেই ফুঁসে উঠলেন শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে। বঙ্গ বিজেপি যে তাঁদের পাশে সবসময় রয়েছে সেই কথা বললেন বারবার। চাঁচাছোলা ভাষায় মোদী বলেন, শিক্ষক নিয়োগে তৃণমূলের তোলাবাজেরা লক্ষ লক্ষ যুবক-যুবতীদের ধোঁকা দিয়েছে। কেমন দুর্নীতি হয়েছে তা তো নোটের বান্ডিল দেখেই বোঝা গিয়েছে। এত দুর্নীতি করেছে যে নোট গোনার মেশিনও ক্লান্ত হয়েছে। এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের জনতা চিনে গিয়েছে। 

শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে পাহাড়-প্রমাণ দুর্নীতি হয়েছে তার খেসারত দিতে হচ্ছে অনেক যোগ্য চাকরি প্রার্থীকেও। বর্তমানে কার্যত দিশেহারা অবস্থা তাঁদের। কিছু দুর্নীতিবাজ অযোগ্যদের জন্য আজ তাঁরা সব খুইয়েছেন। তাঁদের পাশে থাকবে বিজেপি। এদিন বর্ধমান থেকে মোদী বলেন, “শিক্ষক নিয়োগে দুর্নীতিতে অনেক যোগ্য প্রার্থী মুশকিলে পড়েছে। আমি বাংলার বিজেপির সভাপতিকে বলেছি ওই সমস্ত যোগ্যদের কীভাবে সাহায্য করা যায় দেখতে। একটা লিগ্যাল সেল ও একটা সোশ্য়াল মিডিয়া  প্ল্যাটফর্ম তৈরি করতে বলেছি।” খানিক প্রতিশ্রুতির সুরে বলেন, “যাঁদের কাছে যোগ্য প্রার্থী হওয়ার সঠিক কাগজ রয়েছে তাঁদের পাশে থাকবে বঙ্গ বিজেপি। দেওয়া হবে আইনি সহায়তা। তাঁরা যাতে সুবিচার পায় তা দেখা হবে। এটা মোদীর গ্যারান্টি।”

প্রধান মন্ত্রী মোদী এরপরই কার্যত হুঙ্কারের সুরে  বলেন, তৃণমূলের তোলাবাজি চলতে দেব না। এটা মোদীর গ্যারান্টি। সমস্ত লুঠ, সমস্ত দুর্নীতির তদন্ত হবেই।” এরপরই দিলীপ-অসীমদের সমর্থনে বলেন, “বাংলার বিকাশের জন্য সব বুথে বিজেপিকে জেতাতে হবে। অসীম সরকার, দিলীপ ঘোষকে জেতাতে হবে। ওনারা যে ভোট পাবেন তাতে মোদীর শক্তি বাড়বে। প্রতিটা ভোট মোদীর খাতায় যাবে।”