লক্ষ্য এখন একটাই, আসন্ন লোকসভা নির্বাচন। চারিদিকে ভোটের দামামা বেজে গিয়েছে৷ তৎপরতা তুঙ্গে৷ চলছে জোর কদমে প্রস্তুতি৷ এরই মাঝে নির্বাচনের আগে চমক দিতে তৈরী বিজেপি। ইতিমধ্যেই চার দফায় প্রচারও সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এমন আবহে সকলের নজর কৃষ্ণনগরের উপর। সংসদ থেকে বহিষ্কৃত তৃণমূল নেত্রী মহুয়ার বিরুদ্ধে বিজেপির হয়ে মাঠে নামতে চলেছেন কৃষ্ণনগরের রাজমাতা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও রাজনৈতিক মহলের হাওয়া এই কথাই বলছে। আসন্ন নির্বাচনে কৃষ্ণনগরের প্রার্থী হতে পারেন রাজমাতা অমৃতা রায়।
লোকসভা নির্বাচনে মহুয়ার গড়ে মহুয়াকে হারানোর জন্য প্রথম থেকেই রাজমাতার নাম প্রস্তাব করেছিল জেলা নেতৃবৃন্দ। প্রাথমিকভাবে রাজি না হলেও পরে কয়েক দফা বৈঠকের পর বিজেপির হয়ে প্রার্থী হতে রাজি হয়েছেন রাজবধূ অমৃতা।