বিরোধী নেতা শুভেন্দু ঘনিষ্ট বিজেপি কর্মী খুনে উঠছে সিবিআই তদন্তের দাবি

গতপরশু রাতে রাজ্যের বিরোধী সভাপতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ট ভগবানপুরের বিজেপির সক্রিয় কর্মী শম্ভু মাইতিকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ৷ তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়৷ শম্ভু মাইতিকে নৃশংসভাবে খুন করার প্রতিবাদে আজ সোমবার জেলা জুড়ে বনধের ডাক দিল জেলা বিজেপি৷ এরই সঙ্গে খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন নিহতের পরিজনেরা৷ শনিবার রাতে আতঙ্কিত পরিজনেরা পুলিশকে জানান ঘটনাটি৷ এরপরই তদন্তে নেমে গভীর রাতে গ্রাম লাগোয়া নদীর পাড় থেকে শম্ভুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ৷ তমলুক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে শম্ভু৷ ঘটনার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ ফিরে এসেছে৷

মৃত বিজেপি কর্মী শম্ভু মাইতি ওরফে চন্দনের স্ত্রী লক্ষীরানিদেবী এদিন বলেন, ‘‘এই প্রথম নয়৷ এর আগেও তৃণমূলের হার্মাদারা স্থানীয় একটি দলীয় অফিসে তুলে নিয়ে গিয়েছিল ওকে। কোন রকমের ভাগ্যে জেরে সেবারে শম্ভু প্রাণে বেঁচে গিয়েছিল। বিজেপি করার কারণে প্রায়ই হুমকি দিত। অভিযুক্তদের কঠোর শাস্তি চাই৷ তবে রাজ্য পুলিশ নয়, আমা চায় সিবিআই তদন্ত হোক৷’’

একই দাবি শোনা গিয়েছে বিজেপির তমলুক সংগঠনিক জেলার জেলা সভাপতি নবারুণ নায়কের কন্ঠে৷ তিনি বলেন, “রাজ্য পুলিশকে দিয়ে তদন্ত করলে প্রধান দোষী রেহাই পেয়ে যেতে পারে৷ তাই আমরা চায় ঘটনার সিবিআই তদন্ত হোক৷ একই সঙ্গে তৃনমূলের গুণ্ডা-রাজের প্রতিবাদে মানুষকে একত্রিত করতে সোমবার ভগবানপুর সহ জেলা জুড়ে বনধের ডাক দেওয়া হয়েছে।’’ যদিও তৃণমূলের তরফ থেকে আগেই জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও যোগ নেই৷ পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ দোষীদের খোঁজে তল্লাশি চলছে৷

Leave a Reply