বড় চমক, হাজিরার নির্দেশ মলয় ঘটককে

রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে ইডির স্ক্যানারে এবার রাজ্যের আরেক মন্ত্রী। কয়লা পাচারকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে নোটিস দিল ইডি। একেবারে দিল্লির সদর দফতরে মন্ত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে গোয়েন্দা সংস্থা।

আগামী ১৯ জুন মলয়বাবুকে সশরীরে হাজিরার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। উল্লেখ্য, এদিনই অভিষেক পত্নী রুজিরাকেও কয়লা পাচার কাণ্ডে তলব করেছে ইডি। আর তারপরই আইনমন্ত্রীকে তলব। এই পর পর তলব নিয়ে রাজ্য–রাজনীতিতে জোর চর্চা। একই দিনে এই দুজনকে তলবে অভিসন্ধি দেখতে পাচ্ছেন তৃণমূল কংগ্রেস।

সূত্র মারফত খবর, আদালতের নির্দেশ ছিল সময় নিয়ে মন্ত্রী মলয় ঘটককে ডাকতে হবে। সেই মতো প্রথম ২ বার সময় না দিলেও, তৃতীয়বার মেল করলে সময় দিয়েছেন আইনমন্ত্রী। আর চলতি মাসেই ১৯ তারিখ মলয়বাবুকে সশরীরে হাজিরা দিতে হবে দিল্লিতে ইডির সদর দফতরে।