স্বাধীনতা দিবসের আগে আবারো এক সাফল্য পেল দেশ। খতম হলো তিন জঙ্গি। জম্মু ও কাশ্মীরের সেনাচৌকি-তে জঙ্গি হামলা। বৃহস্পতিবার সকালে রাজৌরির নিয়ন্ত্রণরেখার (এলওসি)-র কাছে হামলা চালায় জঙ্গিরা৷ নিহত তিন সেনা জওয়ান। আহত হয়েছেন আরও তিনজন।
সেনার পাল্টা গুলিতে খতম তিন জঙ্গি। রাজৌরি শহর থেকে ২৫ কিলোমিটার দূরে পরগল এলাকার ওই সেনা চৌকিতে একটি কোম্পানি মোতায়েন ছিল। সেনারা যখন চৌকিতে উপস্থিত ছিলেন, তখনই হামলা চালানো হয়।
গোলাগুলির পরেই পাহাড়-জঙ্গলে ঘেরা ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে বাহিনী। এক সেনা কর্তা বলেন, ‘‘আশপাশের এলাকায় আরও কয়েক জন অনুপ্রবেশকারী জঙ্গি লুকিয়ে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।’’
সেনা সূত্রের খবর, এলওসি লাগোয়া ওই সেনা চৌকিতে হামলাকারী দুই জঙ্গি আদতে আত্মঘাতী বাহিনীর সদস্য। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে পাক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার সদস্য তারা।
সাম্প্রতিক কালে এই এলাকায় জইশ-ই-মহম্মদের ‘আফজল গুরু স্কোয়াড’-এর তৎপরতাও নজরে এসেছে। অনুমান করা হচ্ছে, আত্মঘাতী হামলার ছক কষেছিল এই জঙ্গিরা।
অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মুকেশ সিং বলেন, ‘সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, বৃহস্পতিবার ভোরে রাজৌরি জেলার দারহাল এলাকার বুধ কানাদির কাছে পারগালে সেনা ক্যাম্পের বেড়া অতিক্রম করার চেষ্টা করেছিল জঙ্গিরা। গার্ড ডিউটিতে নিয়োজিত সেন্ট্রি তাদের বাধা দিতেই শুরু হয় গুলির লড়াই। এর পরেই দারহাল থানা থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে অবস্থিত এই সেনা ক্যাম্পের কাছে অতিরিক্ত দল পাঠানো হয়েছে।’