রেলযাত্রীদের যাত্রাকে সুগম করতে বড় পদক্ষেপ রেলের তরফে

রেলযাত্রীদের যাত্রাকে সুগম করতে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে রেলের তরফে। এমতাবস্থায়, এবার মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের জন্য এটি বড়সড় সুখবর সামনে এসেছে। জানা গিয়েছে যে, দীর্ঘদিন অপেক্ষা করার পর এবার নশিপুর-আজিমগঞ্জ সাইডে দ্রুত গতিতে চলছে স্লিপার বসানোর কাজ।

শুধু তাই নয়, ইতিমধ্যেই নশিপুর রেল ব্রিজ তৈরির কাজ জোরকদমে চলছে। এই প্রসঙ্গে, জমি জটের কারণে দীর্ঘদিন ধরে এই রেল ব্রিজের কাজ থমকে ছিল। যদিও, গতবছরের ডিসেম্বর নাগাদ সমস্ত সমস্যা মিটিয়ে ফেলে ওই রেল ব্রিজটির অসমাপ্ত কাজ শুরু হয়। মূলত, নশিপুর রেল ব্রিজটি চালু হলে দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের যোগাযোগ আরো সহজ হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, ২০০৪ সালের ডিসেম্বর মাসে লালু প্রসাদ যাদব রেলমন্ত্রী থাকাকালীন নশিপুর-আজিমগঞ্জ রেল ব্রিজটির শিলান্যাস করা হয়। যদিও জমি নিয়ে জটিলতা থাকার কারণে প্রায় এক যুগ ধরে এই সেতু নির্মাণের কাজ রীতিমতো থমকে ছিল। এমতাবস্থায়, নির্দিষ্ট ভাবে ঠিক কবে থেকে এই লাইনে ট্রেন চলাচল শুরু হয় সেদিকেই তাকিয়ে রয়েছেন সবাই।