বেশ কিছুদিন ধরে আলোচনার শিরোনামে সন্দেশখালি। রাজ্য রাজনীতিতেও কিছুটা প্রভাব ফেলেছে এই মামলা। এবার এই মামলায় বড় পদক্ষেপ। সন্দেশখালি নিয়ে সকল অভাব-অভিযোগ শোনার জন্য এবার সেখানেই অস্থায়ী অফিস তৈরি করল তদন্তকারী সংস্থা।
গত এপ্রিল মাসে কলকাতা হাই কোর্টের তরফ থেকে সন্দেশখালি কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়। অভিযোগ জানানোর জন্য অনলাইনে পোর্টাল খোলারও নির্দেশ দেওয়া হয়। সেই সঙ্গেই বলা হয়, নির্যাতিতরা কীভাবে সিবিআইয়ের কাছে নিজেদের অভিযোগ জানাতে পারবেন সেই বিষয়ে গ্রাম জুড়ে প্রচার করতে হবে রাজ্য সরকারকে।
তবে সন্দেশখালির মানুষজন যাতে সহজে নিজেদের অভিযোগের কথা জানাতে পারেন, সেই কারণে গোয়েন্দা সংস্থার তরফ থেকে একটি অস্থায়ী শিবির খোলা হয়েছে। জানা যাচ্ছে, সন্দেশখালিতেই এবার থাকবেন তাঁদের আধিকারিকরা। এর ফলে তদন্তের গতি আরও বাড়বে বলে অনুমান করছে ওয়াকিবহাল মহল।