বিগত বেশ কিছু মাস ধরে রাজ্যে জুড়ে একাধিক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় পরিস্থিতি। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতে সাম্প্রতিক অতীতে এনফোমার্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির হাতে গ্রেফতার হয়েছেন রাজ্যের একাধিক হেভিওয়েট।
এই আবহে এবার ইডির ক্ষমতা খর্ব করল সুপ্রিম কোর্ট। দেশের সর্বোচ্চ আদালতে একটি মামলার শুনানি চলাকালীনই আদালত জানায়, বিশেষ আদালতে যদি মামলা গৃহীত হয়, তাহলে আর সরাসরি গ্রেফতার করতে পারবে না কেন্দ্রীয় এজেন্সি ED। সেক্ষেত্রে আদালতের থেকে আগে অনুমতি নিতে হবে।
জানানো হয়েছে, ২০০২ সালের আর্থিক তছরুপ প্রতিরোধ আইন তথা PMLA-র বিশেষ আদালতে যদি কোনও মামলা যায়, তাহলে ১৯ নং ধারা প্রয়োগ করে আর কাউকে সরাসরি গ্রেফতার করতে পারবে না ইডি। বরং যদি কাউকে হেফাজতে নিতে চায়, তাহলে সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে।