বড় খবর, কেন্দ্র সরকারের তরফে তৈরী করে দেওয়া হবে সাতটি রেল ওভারব্রিজ

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে সর্বদাই সরব মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল সরকার।

এবার রাজ্যের কাছে টাকা নেই, কেন্দ্রের পাঠানো উন্নয়ন প্রকল্প করতে পারবে না বলে ফেরত পাঠিয়ে দিল নবান্ন। রাজ্যে অবাধ ট্রেন চলাচলের লক্ষ্যে বাংলার বুকে ৭টি জায়গায় রেল লাইনের ওপর উড়ালপুল তৈরির প্রস্তাব দিয়েছিল রেল মন্ত্রক। নবান্ন জানিয়েছে রাজ্যের কোষাগারে টাকা না থাকায় সেই প্রকল্প করানো সম্ভব নয়।

ওদিকে রাজ্য প্রস্তাব ফিরিয়ে দিতেই গোটা প্রকল্প নিজেদের খরচে করার সিদ্ধান্ত নিয়েছে রেল মন্ত্রক। কেন্দ্র জানিয়েছে ৭টি রেল ওভারব্রিজ তৈরির পুরো টাকা দেবে তারা। জানিয়ে রাখি, নিয়ম অনুসারে এই ধরণের প্রকল্প রাজ্য ও কেন্দ্রের যৌথ উদ্যোগে গড়ে ওঠে।