বড় সুখবর, সড়ক পথেইর মাধ্যমে জুড়ে যেতে চলেছে কলকাতা ও ব্যাঙ্কক

দিন প্রতিদিন অগ্রগতির দিকে এগোচ্ছে দেশ, সমগ্র দেশবাসীর কথা মাথায় রেখে একের পর এক নয়া উদঘাটন হচ্ছে। এবার বড় সুখবর দেশবাসীর জন্য, সড়ক পথেই যাওয়া যাবে কলকাতা থেকে ব্যাঙ্কক। এমনি ঘোষণা হয়েছে সরকারের তরফে। এই হাইওয়ে ছোঁবে শিলিগুড়িকেও। আগামী তিন থেকে চার বছরের মধ্যেই তৈরি হয়ে যাবে ২,৮০০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ে।

থাইল্যান্ড এবং মায়ানমার সরকার অন্তত এমনটাই জানাচ্ছে। এই হাইওয়ের বেশিরভাগ অংশই পড়বে ভারতে। ‘বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন’ এর আওতায় নির্মাণ হতে চলেছে এই হাইওয়ে। ব্যাঙ্কক থেকেই শুরু হবে সেই রাস্তা। উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এই রাস্তা।

এই হাইওয়ে ছোঁবে নাগাল্যান্ডের কোহিমা, মনিপুরের মোড়ে, অসমের গুয়াহাটির মত বেশ কিছু জায়গা। অর্থাৎ উত্তর-পূর্ব ভারতে সীমান্ত দিয়ে মায়ানমারে ঢুকবে এই হাইওয়ে। ভারতীয় বিদেশ মন্ত্রক এবং ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের একটি অনুষ্ঠানে থাইল্যান্ডের পক্ষ থেকে জানানো হয়, ব্যাঙ্কক থেকে কলকাতা পর্যন্ত এর কাজ চলছে জোরকদমে।